শেষের পাতা

টিকা নেয়ার পর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ফারজানা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১ মার্চ ২০২১, সোমবার, ৯:১৭ অপরাহ্ন

সিলেটে করোনাভাইরাসের টিকা গ্রহণের পর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক মহিলা। নগরীর একটি বেসরকারি হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন- ওই মহিলার শ্বাসকষ্ট আগে থেকেই ছিল। টিকা গ্রহণের কারণে এমনটি হয়েছে বলে মনে করেন না তারা। সিলেট নগরীর দরগাহ মহল্লার ফারজানা নাজনীন কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। এরইমধ্যে তিনি টিকা গ্রহণের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করেছিলেন। গতকাল ছিল তার টিকা গ্রহণের নির্ধারিত তারিখ। এজন্য সকালে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি প্রথমে ডাক্তারের শরণাপন্ন হন। জানান তার শারীরিক অবস্থা। শ্বাসকষ্টে ভুগছেন বলেও ডাক্তারকে অবগত করেন। এ সময় কর্তব্যরত ডাক্তার সব শুনে তাকে টিকা গ্রহণের অনুমতি দিলে দুপুর ১২টার দিকে তিনি টিকা গ্রহণ করেন। পরে বিশ্রাম নিয়ে বাসায় চলে আসেন। এদিকে- বাসায় আসার পর তার শ্বাসকষ্ট আরো বেড়ে গেলে তাৎক্ষণিক দরগাহ গেটস্থ নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. সুমন লাল দে’র তত্ত্বাবধানে একটি কেবিনে তিনি চিকিৎসা নিচ্ছেন। সন্ধ্যায় ডা. সুমন লাল দে মানবজমিনকে জানিয়েছেন- ‘টিকার প্রভাবে তার শারীরিক অবস্থা খারাপ হয়নি বলে আমরা মনে করছি। কারণ- ওই মহিলার আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। বিষয়টি তিনি ওসমানী হাসপাতালের ডাক্তারকে জানিয়েছিলেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে টিকা দেয়া হয়। এখন আগের চেয়ে ওই মহিলা সুস্থ আছেন বলে জানান তিনি।’ নুরজাহান হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম হোসাইনও জানিয়েছেন একই কথা। তিনি জানান- ‘আপাতত দৃষ্টিতে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বলে মনে হচ্ছে না। ওই রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status