খেলা

অশ্বিনের প্রশ্ন, ভালো পিচ কাকে বলে?

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৫:৫১ অপরাহ্ন

সিরিজের তৃতীয় টেস্টে আহমেদাবাদে ভারতীয় স্পিনারদের বিপক্ষে নাকাল হয় ইংল্যান্ড। ম্যাচের ইংল্যান্ডের দুই ইনিংস ১৯ উইকেট ভাগাভাগি করেন ভারতীয় স্পিনাররা। দুই দিনও ক্রিজে টিকতে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা। মাত্র ১১২ ও ৮১ রানে গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের দুই ইনিংস।  আর সদ্য অভিষিক্ত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনায় মুখর ইংলিশ বোদ্ধা-বিশ্লেষকরা। তবে এবার বিপরীত প্রতিক্রিয়া দেখালেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিনকে আহমেদাবাদ টেস্টের পিচ নিয়ে প্রশ্ন করেন এক ব্রিটিশ সাংবাদিক। উত্তর না দিয়ে কড়া গলায় প্রশ্ন ছুঁড়ে দেন অশ্বিন। তিনি বলেন, ‘আমার একটা পাল্টা প্রশ্ন রয়েছে। ভালো পিচ কাকে বলে? কে এটা (পিচ ভালো না খারাপ) সংজ্ঞায়িত করেছে? ম্যাচে বোলাররা ভালো করতে চায়, ব্যাটসম্যানরা দাপট দেখাতে চায়- এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে কোনটা ভালো পিচ, ভালো পিচ কেমন হবে, সেটা কে নির্ধারণ করেছে? প্রথমদিন পেসাররা পারফর্ম করবে, পরের দুইদিন ব্যাটসম্যানরা রান করবে, শেষ দু’দিন স্পিনাররা ভালো করবে- এমন নিয়ম কে তৈরি করেছে?’

আহমেদাবাদের পিচ নিয়ে কাউকে দোষারোপ করতে চান না ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ব্যাটিং কোচ জনাথন ট্রটসহ কেউই।  অশ্বিন বলেন, ‘এই ধারণার বাইরে যেতে হবে। তৃতীয় টেস্টের পিচ নিয়ে ইংল্যান্ডের কোনো ক্রিকেটার অভিযোগ জানায়নি। একটা ভালো ক্রিকেট ম্যাচ আশা করা উচিত, পিচ নয়।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোলাপি টেস্টে ভারতের কাছে মাত্র ২ দিনেই অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড। এরপর থেকেই ইংল্যান্ড মিডিয়া ও ক্রিকেট মহলে সমালোচনার ঝড়। প্রশ্ন ওঠে স্টেডিয়ামের পিচের উপযোগিতা নিয়ে।
আহমেদাবাদ টেস্টে ৭ উইকেট নিয়ে অনন্য মাইলফলক ছুঁয়েছেন অশ্বিন। ৭৭ টেস্ট খেলে ভারতীয় অফস্পিনারের ঝুলিতে এখন ৪০১ উইকেট।  টেস্টে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর দ্রুততম ৪০০ শিকার অশ্বিনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status