অনলাইন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন খোকন

স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৩:৩০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন- আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১, আমি আমার পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদনপত্র দিয়েছি। কারণ চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষা ছুটির কোনো বিধান নাই। খারাপ সময়ে যোগদান করে ভালো সময়ে এসে সাড়ে সাত বছরের জার্নি আপাতত শেষ করতে যাচ্ছি। হয়তো আবার দেখা হবে। এই দীর্ঘ যাত্রাপথে যাদের সহযোগিতা পেয়েছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তিনি যুক্তরাষ্ট্রের হফস্ট্রা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন।
এর আগে গত ১০ই জানুয়ারি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বরাবর একটি চিঠিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছুটি চেয়ে আবেদন করেন আশরাফুল আলম খোকন। এতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের  হোফস্ট্রা ইউনিভার্সিটিতে সাংবাদিকদের জন্য দেড় বছরের ‘জার্নালিজম, মিডিয়া স্টাডিজ অ্যান্ড পাবলিক রিলেশনস বিষয়ে স্প্রিং ২০২১ মাস্টার্স কোর্সের জন্য স্কলারশিপ পেয়েছি। উক্ত ডিগ্রিটি সম্পন্ন করতে হলে আমাকে ২৫শে মার্চ ২০২১ থেকে ৩০শে আগস্ট ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status