খেলা

‘চ্যাম্পিয়ন ইফেক্ট’ কাজে লাগিয়ে কোয়াড্রপল জিতবে ম্যানসিটি!

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১২:০০ অপরাহ্ন

এক মৌসুমে চার শিরোপা (কোয়াড্রপল) জয়ের রেকর্ড আছে কেবল দুই ইংলিশ দলের। ম্যানচেস্টার ইউনাইটেড (২০০৮-০৯) ও ম্যানচেস্টার সিটি (২০১৮-১৯) এক মৌসুমে চারটি করে ট্রফি জয়ের কৃতিত্ব দেখিয়েছে। তবে চ্যাম্পিয়নস লীগসহ কোয়াড্র্রপল জয়ের রেকর্ড নেই তাদের। চলমান মৌসুমে ইউরোপ সেরার ট্রফিসহ ঘরোয়া তিন আসরে চ্যাম্পিয়নের দৌড়ে ভালো ভাবেই রয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। সব প্রতিযোগিতায় টানা ২০ ম্যাচ জিতলো সিটিজেনরা। একমাত্র ইংলিশ দল হিসেবে অবিশ্বাস্য এই রেকর্ড গড়েছে দলটি।

ম্যানচেস্টার সিটি সর্বশেষ পয়েন্ট খুইয়েছে গত বছরের ১৫ই ডিসেম্বর। আর সিটিজেনদের শেষবার হারের তেতো স্বাদ দিয়েছে টটেনহ্যাম, গত বছরের ২১শে ডিসেম্বর। আগামী মঙ্গলবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে হার এড়াতে পারলে নিজেদের আরেকটি অনন্য রেকর্ড গড়বে গার্দিওলার দল। ২০১৭’র মে থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ২৮ ম্যাচ অপরাজিত ছিলো ম্যানসিটি। ম্যানচেস্টারের আকাশী-নীলদের দুর্দান্ত পথচলাকে ‘চ্যাম্পিয়ন ইফেক্ট’ বলছেন সাবেক ইংলিশ ও ওয়েস্টহ্যাম মিডফিল্ডার জো কোল। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন ইফেক্ট দেখতে পাচ্ছি। টানা ২০ ম্যাচ জয় অবিশ্বাস্য। তারা এই সংখ্যাটা দিন দিন উপরের দিকেই নিয়ে যাচ্ছে। ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানসিটিই ফেভারিট। কোয়াড্রপল জিতলে ইংলিশ দল হিসেবে নতুন ইতিহাস গড়বে তারা।’

ওয়েস্টহ্যাম কোচ ডেভিড ময়েস ডাগআউটে বসে দেখেছেন মাঠে সিটিজেনদের দাপট। ২৩ বছর ধরে শীর্ষ পর্যায়ের কোচিংয়ে থাকা এই স্কটিশ বলেন, ‘সম্ভবত এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি।’ ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা পুনরুদ্ধারের পথে দারুণভাবে এগিয়ে চলেছে সিটিজেনরা। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। আগামী ২৫শে এপ্রিল টটেনহ্যামের বিপক্ষে লীগ কাপের ফাইনাল এবং এফএ কাপের শেষ আটে এভারটনের বিপক্ষে খেলবে সিটি। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রেখেছে ইংলিশ জায়ান্টরা। শেষ ষোলোর প্রথম লেগে মনশেনগ্লাডবাখের মাঠ থেকে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে ম্যানসিটি। পেপ গার্দিওলার অধীনে রীতিমতো উড়ছে দলটি। ওয়েস্টহ্যামের বিপক্ষে জয়টি সিটিজেনদের কোচ হিসেবে গার্দিওলার ক্যারিয়ারের ২০০তম (২৭৩ ম্যাচে)। এতো কম ম্যাচে ইংলিশ শীর্ষ ফুটবলে জয়ের ডাবল সেঞ্চুরি ছুঁতে পারেননি আর কেউ। ২০০৯ সালে বার্সেলোনাকে এক মৌসুমে ছয় শিরোপা জিতিয়েছেন। করোনা মহামারির মধ্যে ঠাসা সূচির মধ্যে টানা সাফল্য। ইংলিশ ফুটবলের রেকর্ড টানা ২০ জয়কে কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন মনে করেন গার্দিওলা। এই স্প্যানিশ বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতি বিবেচনায় টানা ২০ জয়। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। এমন পারফরমেন্স অপ্রত্যাশিত। গত চার মৌসুম ধরেই আমরা ধারাবাহিক পারফর্ম করছি। তিন বছর আগে ১০০ পয়েন্ট তুলে লীগ জিতেছি। গত মৌসুমে রানার্সআপ হয়েছি। শিরোপা জেতার জন্য যথেষ্ট পয়েন্টও পেয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ (লিভারপুল) ছিলো অপ্রতিরোধ্য। যেমনটা আমরা তার আগের দুই মৌসুমে করে দেখিয়েছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status