খেলা

কাবাডির নির্বাচন ২৪শে মার্চ

স্পোর্টস রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৯:১৫ অপরাহ্ন

বাংলাদেশ কাবাডি ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে এই ফেডারেশনের নির্বাচন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ খেলাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে অনির্বাচিত কমিটি দিয়ে। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ ও ৮ই মার্চ মনোনয়নপত্র বিতরণ, ১১ই মার্চ মনোনয়নপত্র দাখিল, ১৪ই মার্চ মনোনয়নপত্র বাছাই, ২১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার, ২১শে মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৪শে মার্চ হবে নির্বাচন। ফেডারেশনের ২৫ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সভাপতি ছাড়া বাকি ২৪ পদের জন্য নির্বাচন হবে। সরকার মনোনীত সভাপতি। ৪ জন সহসভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম-সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ১৬ জন সদস্য পদের নির্বাচনে ১০৯ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। বর্তমানে সভাপতি হিসেবে আছেন সরকার মনোনীত র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অ্যাডহক কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপদির্শক হাবিবুর রহমান। এ পদে তার নির্বাচন করার কথা শোনা যাচ্ছে।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status