খেলা

কুলাউড়া কোয়াব কাপের শিরোপা জিতলো আনবিটেন

কুলাউড়া প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৯:০২ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছে আনবিটেন কুলাউড়া। ২৭ ফেব্রুয়ারি শনিবার মিঠুপুর ক্রিকেট পার্ক মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে তারা ১৭ রানে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।
টসে জিতে আনবিটেন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে রিয়ন ২৯, অমিত ১৯ ও অতিথি ক্রিকেটার আরিফুল হক ১৪ রান করেন। হোসেনপুরের পক্ষে দলনেতা রায়হান ৫ উইকেট নেন। জবাবে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় হোসেনপুর। দলের হয়ে জনি ১৮, শাওন ১৫ এবং জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান খেললেও তিনি ব্যাট হাতে ব্যর্থ হন, তার সংগ্রহ ছিলো ৫ বলে ৩ রান। বল হাতেও সফল আনবিটেন রিয়ন মাত্র ১৫ রানে ৪ উইকেট নিয়েন ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও হোসেনপুরের রায়হান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে কোয়াব সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, জেলা সহকারি-কোচ (বিসিবি) রাসেল আহমদ, জয়চন্ডি ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ স¤পাদক মঈনুল ইসলাম শামীম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল আউয়াল মিন্টু।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status