অনলাইন

তিন বছর পর রহস্য উদঘাটন

এক প্রেমিকের প্রতারণার বলি দুই বোন

শুভ্র দেব

২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

সাদিয়া জান্নাতি ও লুৎফুন্নাহার খাতুন সম্পর্কে দু’জন খালাতো বোন। লেখাপড়াও করতো একই স্কুলে। একই এলাকার ছেলে মেরাজুল ইসলাম গোপনে তাদের দু’জনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বেশ ভালোই চলছিল তাদের ত্রিভুজ প্রেম। যদিও দুইবোন জানতো না একই প্রেমিকের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক চলছে। মেরাজুল বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কও করে। এক সময় তারা বিষয়টি জানতে পারে। ধরা পড়ে মেরাজুলের প্রতারণা। এর পরই তারা বিষপানে আত্মহত্যা করে। এই ঘটনায় একটি মামলা হয়। ঘটনাটি বেশ রহস্যজনক। কেন দুই বোন একসঙ্গে আত্মহত্যা করেছে। তিন বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করেছে। পিবিআই জানিয়েছে, ত্রিভুজ প্রেম, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পিবিআই।

পিবিআই জানায়, রংপুর শহরের শেখপাড়া এলাকার আনছার আলীর ছেলে মেরাজুল ইসলাম (২১)। সে একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া জান্নাতি ও তার খালাতো বোন পূর্ব শেখপাড়া এলাকার মঞ্জুর হোসেনের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী লুৎফুন্নাহার খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দু’জনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। দুই বোনের কেউই জানতো না মেরাজুল তাদের দু’জনের সঙ্গেই প্রেম করছে। বিষয়টি জানাজানি হলে, ২০১৮ সালের ১২ই ফেব্রুয়ারি অপমান সইতে না পেরে শেখপাড়ায় নানা বাড়িতে গিয়ে একই সঙ্গে তারা দুই বোন বিষপান করে আত্মহত্যা করে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রায় আড়াই বছর তদন্ত করার পরও ঘটনার রহস্য উদঘাটন হয়নি। পরে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে। গত বৃহস্পতিবার মেরাজুল আদালতের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

পিবিআই’র পুলিশ সুপার জাকির হোসেন বলেন, মেরাজুলের প্রতারণার শিকার হয়েছেন এমনটি ভেবে দুই বোনই আত্মহত্যা করে। মামলার রহস্য উন্মোচিত হয় দুই খালাতো বোনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে। কারণ তারা দু’জনই মৃত্যুর আগে ধর্ষিত হওয়ার বিষয়টি জানা যায় ওই প্রতিবেদনে। তারপর গভীর অনুসন্ধানে রহস্য বুঝতে পেরে সন্দেহভাজন মেরাজুল ইসলামকে গ্রেপ্তার করলে পুরো বিষয়টি জানা যায়।



 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status