শেষের পাতা

ছুটির দিনে সড়কে ঝরলো ২৩ প্রাণ

বাংলারজমিন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৯:২৭ অপরাহ্ন

সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন, বগুড়ায় ৬ জন, বরিশালে ২ জন, শায়েস্তাগঞ্জে ১ জন, ময়মনসিংহের ধোবাউড়ায় ২ জন, ঝিনাইদহের কালীগঞ্জে ৩ জন ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস নামক দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন।
বগুড়া প্রতি?নি?ধি জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়?কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন হোসেন জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহনের একটি বাস মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুম?ড়ে মুচ?ড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন মারা যায়। গুরুতর আহত এক যাত্রীকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। লাশ চারটি উদ্ধার ক?রে শেরপ?ুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হ?য়ে?ছে। বাসের চালকও এই থানায় আটক রয়েছেন। এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বরিশালে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে শরীফ (২০) এবং একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল-আমীন (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, জুম্মার নামাজ আদায় করতে ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ওই দুই যুবক চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক আহত শরীফ মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আল-আমীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে সেও মারা যায়।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান সোহাগ (১৮) নামে এক টমটম চালক নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব- ১১-৫৯৬৪) ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী অটোরিকশা (টমটম) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক আব্দুর রহমান সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। নিহত অটোরিকশা চালক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাসের গাঁও গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহের ধোবাউড়ার মেকিয়ারকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাসেল (২২) ও শহিদুল ইসলাম রনি (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি রাস্তার পাশের ক্ষেতে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুজন ট্রাকের নিচে চাপা পড়ে। তারা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা এসে ট্রাকের নিচ থেকে তাদের উদ্ধার করেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ জন। গতকাল বিকাল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত শিমুল বিশ্বাস মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাতবিলা তেলপাম্পের সামনে পৌছালে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ক্রসের সময় বাসের পিছন থেকে একটি মোটরসাইকেল বাসটিকে অভারটেকিং করতে যায়। এ সময় দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক শিমুল নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন নিহত হন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status