শেষের পাতা

কলকাতা কথকতা

পশ্চিমবঙ্গে আট দফায় ভোট ফলাফল ২রা মে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৯:২৫ অপরাহ্ন

অবশেষে গতকাল বহু প্রতীক্ষিত ভোটের দিন ঘোষিত হলো। জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার বিকালে পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলো। পশ্চিমবঙ্গে ভোট হবে ২৭শে মার্চ, ১লা এপ্রিল, ৬ই এপ্রিল, ১০ই এপ্রিল, ১৭ই এপ্রিল, ২২শে এপ্রিল, ২৬শে এপ্রিল ও ২৯শে এপ্রিল তারিখে। সব রাজ্যে ভোটের ফলাফল ঘোষিত হবে ২রা মে। রাজ্যে প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুরে আংশিক এবং ঝাড়গ্রামে। দ্বিতীয় দফায় ভোট হবে দক্ষিণ-চব্বিশ পরগণা, দুই মেদিনীপুরের বাকি অংশ, বাঁকুড়ার আংশিক। তৃতীয় দফায়- ভোট হবে দক্ষিণ-চব্বিশ পরগণার বাকি অংশ, হুগলীর একাংশ ও হাওড়ার একাংশে। চতুর্থ দফায়- হাওড়ার বাকি অংশ, হুগলীর বাকি অংশ, দক্ষিণ-চব্বিশ পরগণার অবশিষ্ট অংশ, কোচবিহার ও আলিপুরদুয়ার। পঞ্চম দফায়- উত্তর-চব্বিশ পরগণার একটি অংশ, নদীয়ার একটি অংশ, পূর্ব-বর্ধমানের একটি অংশ, দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ির ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফায়- নদীয়ার বাকি অংশ, পূর্ব-বর্ধমানের বাকি অংশ ও উত্তর দিনাজপুরে ভোট হবে। সপ্তম দফায় ২৬শে এপ্রিল ভোট হবে- মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুরে। অষ্টম দফায় ভোট হবে- মালদার বাকি অংশ, বীরভূম ও উত্তর কলকাতায়। পশ্চিমবঙ্গে মোট ভোটগ্রহণ কেন্দ্র এক লাখ একহাজার নয়শ’ ১৬টি। শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত তৎপরতা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়িতে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status