বাংলারজমিন

‘শেখ হাসিনা আমাদের সাহসের নাম’

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৯:২০ অপরাহ্ন

রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেছেন, বিশ্বশান্তির নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা যারা ব্যবসা করছি তারা ভালো আছি। হরতাল, জ্বালাও পোড়াও নেই বলে স্বাচ্ছন্দে বিনিয়োগ করতে পারছি। দেশে ব্যবসা-বাণিজ্য করার সু-পরিবেশ বিরাজ করছে। করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছেন। গতকাল বিকালে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে মাত্র ২২টি দেশে ঋণাত্মক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ তৃতীয়। বিশ্বের অনান্য দেশের রপ্তানি কমলেও আগের বছরের তুলনায় আমাদের রপ্তানি বেড়েছে। রেমিট্যান্স বেড়েছে ৩৫ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার। জ্বালানি চাহিদাও বেড়েছে। যা অগ্রগতির প্রতীক। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হয়েও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ করোনা মহামারি মোকাবিলায় উপমহাদেশে সবচেয়ে সক্ষম এবং পৃথিবীতে ২০তম। তাছাড়া অনেক উন্নত দেশের আগেই আমরা ভ্যাকসিন পেয়েছি। শেখ হাসিনা আমাদের সাহসের নাম। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে কায়েতপাড়ার নাওড়াস্থ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান প্রমুখ।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status