খেলা

পিছিয়ে পড়েও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে মোহামেডানের ড্র

স্পোর্টস রিপোর্টার

২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ৮:৫১ অপরাহ্ন

মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট তালিকায় দু’দলের অবস্থান ছিল পাশাপাশি। চট্টগ্রাম আবাহনী ছিল পাঁচে আর ঢাকা মোহামেডান ছয়ে। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে ১-১ গোলে ড্রয়ের পরও গা ঘেঁষেই অবস্থান তাদের। শুধু অবস্থানটা বদলেছে। চট্টগ্রাম আবাহনীকে ছয়ে নামিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সাদা-কালোরা। মোহামেডান, চট্টগ্রাম আবাহনীর মতো সমান ১৬ পয়েন্ট সাইফ স্পোর্টিংয়েরও। গোল পার্থক্যে সপ্তম স্থানে কর্পোরেট ক্লাবটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই লিড নেয় চট্টগ্রাম আবাহনী। মিডফিল্ডার রাকিব হোসেনের গোলে ১-০তে এগিয়ে যায় বন্দরনগরীর দলটি। মোহামেডান সমতায় ফেরে বিরতির পর। বদলি হিসেবে নামার ৯ মিনিটের মাথায় মোহামেডানকে সমতায় ফেরান মিডফিল্ডার রাকিব খান। ৫৪তম মিনিটে জটলার ভেতর থেকে ঠিকানা খুঁজে নেন তিনি।

১০ ম্যাচে ৪টি করে জয় ও ড্র মোহামেডানের। হার দুই ম্যাচে। চট্টগ্রাম আবাহনী ১১ ম্যাচ খেলে জিতেছে ৪টি। ৩ হারের সঙ্গে মারুফুল হকের দল ড্র করেছে ৪ ম্যাচে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status