খেলা

মোহামেডানের নির্বাচনে প্রার্থী হলেন যারা

স্পোর্টস রিপোর্টার

২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৮:০৮ অপরাহ্ন

আগামী ৬ই মার্চ অনুষ্ঠিতব্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন। এবারের নির্বাচনে পদের চেয়ে তিনগুণের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদের বিপরীতে তিনটি এবং ১৬টি পরিচালক পদের জন্য ৫১টি মনোনয়নপত্র ক্রয় করেছেন ক্লাবের সদস্যরা। প্রথমদিন বিক্রি হয়েছিল পরিচালক পদে ১০টি মনোনয়নপত্র। বৃহস্পতিবার শেষদিন সভাপতি পদে তিনটি এবং পরিচালক পদে আরও ৪১টি মনোনয়নপত্র বিক্রি হয়। রোববার মনোনয়নপত্র জমা দিবেন প্রার্থীরা। পরের দিন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ওইদিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৬ই মার্চ নগরীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে মোহামেডান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।

যারা মনোনয়নপত্র ক্রয় করলেন
সভাপতি পদে: মোহাম্মদ ওবায়দুল করিম, কাজী ফিরোজ রশীদ এমপি, জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন
পরিচালক পদে: মো. জাকারিয়া পিন্টু, মাসুদুজ্জামান মাসুদ, মো. হানিফ ভূঁইয়া, তরফদার মো. রুহুল আমীন, আবু হাসান চৌধুরী প্রিন্স, সাজেদ এ এ আদেল, কামরুন নাহার ডানা, মো. সাঈদ হাসান কানন, সারওয়ার হোসেন, মো.আব্দুর রব মাহবুব, খোজেস্তা-নুর-ই-নাহরিন, প্রতাপ শংকর হাজরা, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, শরীফুল আলম, দাতো মো. ইকরামুল হক, এ. জি. এম সাব্বির, এম.এ সালাম, মো. মোস্তাকুর রহমান, মো. লোকমান হোসেন ভুঁইয়া, প্রকৌশলী শেখ মো. শোয়েব উদ্দীন, মো. রাফেউজ্জামান, মাহবুব উল আনাম, প্রকৌশলী গোলাম মো. আলমগীর, আব্দুল লতিফ জনি, প্রকৌশলী কবির আহমদ ভূঁইয়া, মইন উদ্দিন হাসান রসিদ, মো. মঞ্জুর আলম, মোস্তফা কামাল, হাজী আবু সায়েম শাহিন, শওকত আজিজ রাসেল, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ইমতিয়াজ সুলতান জনি, মো. ফজলুর রহমান বাবুল, রুম্মান বিন ওয়ালী সাব্বির, রেজাউল করিম, ডা. মো. মতিউর রহমান, মো. ফেরদাউস জামান, মো. আশরাফুল আলম, আরিফুল হক প্রিন্স, সঞ্জয় রায়, এ. কে এম মমিনুল হক সাঈদ, আব্দুস সালাম মুর্শেদী এমপি, শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, ফারুক হাসান, চৌধুরী নাফিস সরাফত, সালমান ওবায়দুল করিম, আনোয়ারুল হক হেলাল, খন্দকার জামিল উদ্দিন এবং হারুনুর রশিদ।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status