খেলা

সাইফ স্পোর্টিংকে বিদায় জানাচ্ছেন পল পুট

স্পোর্টস রিপোর্টার

২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ২:২১ অপরাহ্ন

বাংলাদেশে আসা হাই প্রফাইল বিদেশি কোচদের মধ্যে অন্যতম পল পুট। ২০২০ সালের অক্টোবরে দায়িত্ব নিয়ে সাইফ স্পোর্টিংকে ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে তুলেন। দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে বাংলাদেশকে বিদায় জানাতে চলেছেন তিনি। ব্যক্তিগত কারণে আগামী কাল নিজ দেশের উদ্দেশে রওনা হবেন এই বেলজিয়ান।
পল পুটের বিদায় প্রসঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে যেতে চেয়েছেন তিনি। ১০ ম্যাচে আমরা ১৫ গোল হজম করেছি। এমন বাজে খেলা বিগত লীগগুলোতে দেখিনি আমরা। তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। যার কারণে আমরা তাকে অনুরোধ করিনি।’
পল পুটের বিদায়ে তার জায়গায় দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। প্রথম লেগের দু’টি ম্যাচ বাকি রয়েছে। মধ্যবর্তী দলবদল শেষে দ্বিতীয় লেগ শুরু হতেও সময় লাগবে। যে কারণে একটু সময় নিয়েই প্রধান কোচ খুঁজবে বলে জানান নাসিরউদ্দিন চৌধুরী।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার পঞ্চম স্থানে রয়েছে  সাইফ স্পোটিং।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status