কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ইলেক্ট্রিক স্কুটির পেছনে বসে নবান্ন গেলেন মমতা, ফেরার সময় নিজে চালাতে গিয়ে পড়ার উপক্রম

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:২৫ অপরাহ্ন

চালক পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পিলিয়নে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ বৃহস্পতিবার এই দৃশ্য দেখে কলকাতাবাসী যতই হকচকিত হোক, পেট্রল - ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাড়ি বয়কট করে মমতা বন্দোপাধ্যায় প্রতিবাদ জানান এভাবেই, ইলেক্ট্রিক স্কুটিতে চড়ে অফিস গিয়ে৷ অভিনব এই প্রতিবাদ দেখানোর পর ফেরার সময় বিপত্তি বাধে মমতা নিজে এই স্কুটি চালাতে গিয়ে৷ নবান্ন থেকে বেরিয়ে স্কুটি নিজে চালিয়ে ফেরার চেষ্টা করেন তিনি৷ ভারসাম্য রাখতে না পেরে তার স্কুটি হেলে যায়৷ মমতার মোবাইল ছিটকে পড়ে৷ এরপর অবশ্য নবান্ন চৌহদ্দির মধ্যে তিনি স্কুটি চালান অবলীলায়৷ মমতা জানান, ১৫ দিনে ২০ বার পেট্রোপণ্যের দর বেড়েছে৷ তার বিরুদ্ধেই এই প্রতিবাদ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status