খেলা

ইংল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে জয় দেখছে ভারত

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৭:২২ অপরাহ্ন

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দুর্দান্ত নির্মাণশৈলী নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়ামে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। বিশ্বরেকর্ড গড়ে এখনো পর্যন্ত পড়া ৩০ উইকেটের ২৮টিই নিয়েছেন স্পিনাররা। গোলাপি বলের ডে-নাইট টেস্টে এক ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানেই অলআউট ইংল্যান্ড। ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেলো জো রুটের ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১১২ রানের জবাবে ১৪৫ রান করে ভারত। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪৯ রান।

আহমেদাবাদ টেস্টের মাত্র দ্বিতীয় দিন চলছে। পাঁচ সেশন খেলা হওয়া টেস্টের তিন ইনিংস ইতোমধ্যে শেষ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করেছে ৩০.৪ ওভার। সবগুলোই করেছেন স্পিনাররা। ১৫ ওভার হাত ঘুরিয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার অক্ষর প্যাটেলের। প্রথম ইনিংসে অক্ষর নেন ৬ উইকেট। গোলাপি বলের টেস্টে মাত্র তৃতীয় বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেটের দেখা পেলেন অক্ষর। রবিচন্দন অশ্বিন নেন ৪ উইকেট। এই চার উইকেটে দারুণ এক মাইলফলকে এই অভিজ্ঞ অফস্পিনার। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের দেখা পেয়েছেন অশ্বিন (৭৭ টেস্টে)। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ৪০০ উইকেটের ক্লাবে পৌঁছান ৭২ টেস্টে।

দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের দেখা পাননি ৮ ইংলিশ ব্যাটসম্যান। চারজন রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ ২৫ রান করেন বেন স্টোকস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status