খেলা

ভারতকে গুঁড়িয়ে ৩৮ বছর আগের স্মৃতি ফেরালেন রুট

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

আহমেদাবাদ টেস্টে স্পিনারদের দাপটে অসহায় ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১১২ রানে অলআউট করে দিয়ে বেশিদূর এগোতে পারেনি ভারতও। ১৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস। বল হাতে চমক দেখিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। অফস্পিনে মাত্র ৮ রান খরচায় সাজঘরে পাঠিয়েছেন ৫ ভারতীয় ব্যাটসম্যানকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেলেন অনিয়মিত বল করা রুট। বাঁহাতি স্পিনার জ্যাক লিচের শিকার ৪ উইকেট। প্রথম ইনিংসে ভারতের লিড ৩৩ রানের।

ইংলিশ অধিনায়ক হিসেবে টেস্ট ইনিংসে ৩৮ বছর পর ৫ উইকেটের দেখা পেলেন জো রুট। ১৯৮৩ সালে শেষবার ইংলিশ অধিনায়ক হিসেবে ৫ উইকেটের দেখা পেয়েছিলেন সাবেক পেসার বব উইলিস। স্পিনার হিসেবে কম রান খরচায় ৫ উইকেট নেয়া বোলারদের তালিকায় নাম লিখিয়েছেন রুট। ২০০৪ সালে মুম্বই টেস্টে ভারতের বিপক্ষে মাইকেল ক্লার্কের ৯ রানে ৬ উইকেট সবার উপরে। অ্যাডিলেইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অজি অফস্পিনার টিম মে ৫ উইকেট শিকার করেছিলেন ৯ রানে।

ক্রিকেটের সবচেয়ে বেশি (এক লাখ) ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চার সেশনও পুরো শেষ হয়নি। তাতেই শেষ দু’দলের প্রথম ইনিংস। বৃহস্পতিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস স্থায়ী ছিল ২০.৩ ওভার। আগের দিনের ৩ উইকেটে ৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের ১০৫ মিনিটেই অলআউট করেছে ইংলিশরা। আগের দিনের শেষ বিকেলে দারুণ ব্যাটিং করা রোহিত শর্মা (৬৬ রান) ও বিরাট কোহলিকে (২৭ রান) ফিরিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন জ্যাক লিচ। অজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ২৯ বছর বয়সী এই স্পিনার।

এরপরের গল্পটা জো রুটের। তার মূল কাজ ব্যাটিং করা হলেও বল হাতে ধসিয়ে দিয়েছেন ভারতের লোয়ার-মিডল এবং লোয়ার অর্ডার। ৬.২ ওভারে রুটের শিকার হন ঋষভ পন্ত, রবিচন্দন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও জসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে তিন ভারতীয় ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি।

দুই ইনিংসে পড়া ২০ উইকেটের ১৮টিই শিকার স্পিনারদের। পেসারদের শিকার মাত্র ২ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status