বাংলারজমিন

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ৫ লাখ টাকার মেইদ মাছ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৪:০৬ অপরাহ্ন

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে পেশাদার মৎস্যজীবী আব্দুর রহীমের জালে ধরা পড়েছে একঝাঁক মেইদ মাছ। বৃহস্পতিবার ভোরের দিকে সুন্দরবনে মালঞ্চ নদীতে জাল পাতার কিছুক্ষণ পরে ধরা পড়ে ১১০টি মেইদ মাছ। প্রতিটি মাছের ওজন ৮/৯ কেজি। স্থানীয় কলবাড়ী বাজারে বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৫শত টাকা কেজি দরে ৫ লক্ষ টাকায় যাবতীয় মাছ কিনে নেন।
আব্দুর রহিম জানান, প্রায় ৩০ বছর ধরে সুন্দরবনে বিভিন্ন নদনদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। একসাথে এতগুলো মাছ আগে কখনও ধরা পড়েনি। মাছ বিক্রির টাকায় অভাবের সংসারে সচ্ছলতা ফিরে আসবে বলে তিনি জানান। মেইদ মাছ প্রধানত সামুদ্রিক মাছ। দলবদ্ধভাবে গভীর পানিতে বিচরণ করে। সুস্বাদু ও প্রচুর আয়োডিন থাকায় এ মাছের চাহিদা অনেক বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status