বাংলারজমিন

ক্যাপশন নিউজ

২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৯:০৪ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এইচ ই ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস গতকাল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বেক্সিমকো হেলথ পিপিই পার্ক পরিদর্শন করেন। এ সময় অভ্যর্থনা জানান বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হুসাইন। স্পেনের রাষ্ট্রদূত বেক্সিমকো’র অত্যাধুনিক টেক্সটাইল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ও বিশ্বের সর্ববৃহৎ টেকসই ওয়াসিং প্ল্যান্ট দেখে অভিভূত হন। এছাড়া তিনি বেক্সিমকো’র নতুন হেলথ পিপিই পার্ক পরিদর্শন করে তার সন্তুষ্টির কথা জানান। নতুন হেলথ পিপিই পার্কে বেক্সিমকো বিভিন্ন ওজনের লেমিনেটেড ফেব্রিক্সস, মেল্ট ব্লোন পদার্থ, জীবাণুমুক্ত ডিজপজেবল আইসোলেশন ও সার্জিক্যাল গাউন, পুনঃব্যবহারযোগ্য আইসোলেশন গাউন, এন৯৫ ক্যাপ টাইপ ও ফোল্ডেবল টাইপ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ডিজপজেবল স্ক্রাবস, উভেন ও কিটেন সু-কভার ও হেড কভার, পুনঃব্যবহারযোগ্য পানিরোধী স্ক্রাবসসহ নানা ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উৎপাদন করে। রাষ্ট্রদূত সালাস হেলথ পিপিই পার্কে অবস্থিত বেক্সিমকো ও ইন্টারটেকের যৌথ উদ্যোগে নির্মিত সর্বাধুনিক ‘পিপিই সেন্টার অব এক্সিলেন্স’ ল্যাবও পরিদর্শন করেন। এই ল্যাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের মানদণ্ড অনুসারে পিপিই তৈরির জন্য সকল ধরনের পরীক্ষার সুযোগ রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status