মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন (১ মাস আগে) ফেব্রুয়ারি ২৪, ২০২১, বুধবার, ৮:০৯ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হওয়া ওই বাংলাদেশির নাম শেখ নাসিম। বিস্ফোরণের কয়েক দিন আগে থেকে বোমা হামলার ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার নিমতিতা স্টেশন চত্বরে তিনি ঘোরাঘুরি করছিলেন বলে জানিয়েছে দেশটির সিআইডি। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
খবরে বলা হয়, সিআইডির সন্দেহ ঘোরাঘুরির নামে আসলে স্টেশন চত্বরের নিরাপত্তা মেপে নিচ্ছিলেন নাসিম। তাকে জেরা করছে সিআইডি। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ ছিল কি না জানার চেষ্টা চলছে। নিমতিতা স্টেশনের বাইরে হকার ছিলেন নাসিম। সেই সূত্রে স্টেশনের আটঘাট জানা ছিল তার।
তবে তিনি একা এই বিস্ফোরণ ঘটিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য পশ্চিমবঙ্গের মালদহ জেলার নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। সেসময়ই ওই ভয়ংকর বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে যান জাকির এবং তার সাথে থাকা ১৪ জন। জাকিরের হাতের একটি আঙুল এবং বাঁ পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাকে বাঁচাতে গিয়ে নাসিবুল শেখ নামে এক যুবক হাত ও পা হারিয়েছেন। বাকিরাও গুরুতর আহত হয়েছেন।