শিক্ষাঙ্গন

সাত কলেজের পরীক্ষা চলবে

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ৪:১১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১ টা ৫২ মিনিটে তিনি জানিয়েছিলেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী মহোদয়ের অনলাইন সভা চলছে। অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, পরীক্ষা স্থগিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status