খেলা

পিঙ্ক টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ৩:৫৬ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে পিঙ্ক টেস্টের লড়াইয়ে নেমেছে ভারত। ইতিমধ্যে টস জিতে প্রথমে ব্যাটিং’য়ের সিদ্ধান্ত নিলেন সফরকারী দলের অধিনায়ক জো রুট।
দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে জোড়া পরিবর্তন এনে পিঙ্ক বল টেস্ট খেলতে নামছে কোহলি নেতৃত্বাধীন দলটি। মোহাম্মদ সিরাজের পরিবর্তে দলে ফিরলেন জসপ্রিত বুমরাহ। পিঙ্ক বল টেস্ট ম্যাচের কথা ভেবেই চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়া হয় ভারতীয় এই পেসারকে। এছাড়া কুলদীপ যাদবের পরিবর্তে দলে জায়গা পেলেন ওয়াশিংটন সুন্দর।
ভারত-ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট ম্যাচ দিয়ে এদিন বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম মোতেরার আত্মপ্রকাশ ঘটলো। টসে হেরে কোহলি জানান, ‘ দেখেই মনে হচ্ছে এটি ব্যাটিং উইকেট। একইসঙ্গে পেসাররা দারুণ সুবিধা পাবে।অনুশীলনের পিচ অনেক স্পোর্টিং ছিল। আমরা দারুণ উপভোগ করেছি। সবমিলিয়ে দুর্দান্ত একটা ক্রিকেট স্টেডিয়াম। ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ বিষয় একইসঙ্গে বিশ্বক্রিকেটের জন্যেও।’
রুট জানান, ‘প্রথম টেস্টের মতই বড় ইনিংস খেলতে চাই আমরা। এটা আসলে কোন ধরনের পিচ, সে সম্পর্কে আমার ধারণা কম। তবে পিচ শুষ্ক এবং বল টার্ন করবে বলেই মনে হয়।’
দ্বিতীয় টেস্টের একাদশে চারটি পরিবর্তন এনে পিঙ্ক বল টেস্টের দল সাজিয়েছে ইংল্যান্ড। অ্যান্ডারসন, আর্চার, বেয়ারস্টো এবং ক্রলি এসেছেন যথাক্রমে বার্নস, লরেন্স, স্টোনস এবং মইনের পরিবর্তে।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ঈশান্ত শর্মা।
ইংল্যান্ড একাদশ: ডম সিবলে, জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস (উইকেটরক্ষক), জোফরা আর্চার, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status