খেলা

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ২:৩৮ অপরাহ্ন

পটুয়াখালীতে বিপুল সমাগম ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ এর ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠান।

আজ ২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় ডিসি স্কয়ার মঞ্চে পটুয়াখালী জেলা পরিষদ ও পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ৫০০ কিঃ মিঃ ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠান আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৪২ ফিল্ডরেজিমেন্ট আর্টিলারীর উপ-অধিনায়ক মেজর মোঃ আওলাদ হোসেন পিএসসি, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর ইউএনও লতিফা জান্নাতী।
৫০০ কিঃ মিঃ ম্যারাথন দৌড়ে পটুয়াখালীর কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সিয়াম সিকদার প্রথম, পটুয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী ফুটবলার মোঃ সাইফুল ইসলাম দ্বিতীয় এবং একই কলেজের ছাত্র ফুটবলার মোঃ রাকিব মোল্লা তৃতীয় স্থান অধিকার অর্জন করেছে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে মূল্যমান বাইসাইকেল তুলে দেন। ম্যারাথনে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ  অংশ নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status