খেলা

ক্রাইস্টচার্চে পৌঁছালো টাইগাররা

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১:১৯ অপরাহ্ন

করোনাভাইরাসের লম্বা বিরতির পর প্রথম বিদেশ সফরে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই নিউজিল্যান্ড পৌঁছে গেছে টাইগাররা। ক্রাইস্টচার্চে এবার তাদের কোয়ারেন্টিনে থাকার পালা।

২৩ শে ফেব্রয়িারি বিকাল পাঁচটায় হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসে চড়ে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সেখানে পা রাখে টাইগাররা।

আগামী ২০শে মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। করোনাভাইরাসের কারণে  প্রায় এক মাস আগেই নিউজিল্যান্ডে গমন করলো বাংলাদেশ। ১৪ দিনের নিভৃতবাস শেষে অনুশীলনে নামতে পারবেন মুশফিক-তামিমরা।

ক্রাইস্টচার্চে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সেখানকার লিংকন ইউনিভার্সিটি হাই পারফরম্যান্স সেন্টারে শুরু হবে বাংলাদেশের কোয়ারেন্টিন। দুই সপ্তাহের কড়া আইসোলেশনে প্রথম সাতদিন ঘরবন্দি কাটাতে হবে টাইগারদের। এসময়ে মেলামেশার সুযোগ পাবেন না ক্রিকেটাররা। ডাইনিংয়ে খাবার গ্রহণের সুযোগ থাকবে না। খাবার দেয়া হবে প্রত্যেকের রুমের দরজায়। নিজ কক্ষ, কাপড় এমনকি টয়লেটও নিজেকে পরিষ্কার করতে হবে।
বাংলাদেশের আগে নিউজিল্যান্ড সফরে যায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। কোভিড প্রটোকল ভাঙার দায়ে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন সাময়িকভাবে বন্ধ করে দেয় নিউজিল্যান্ড সরকার। এছাড়াও পাকিস্তানকে কড়া সতর্কতা প্রদান করে কিউইরা।

২০শে মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দুই দলের সিরিজ। আর হ্যামিল্টনে টি- টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮শে মার্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status