খেলা

ল্যাজিও’র মাঠে বায়ার্নের বড় জয়

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১২:০০ অপরাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে আধিপত্য দেখিয়ে জয় পেলো বায়ার্ন মিউনিখ। শেষ ষোলের প্রথম লেগের ম্যাচে ল্যাজিওকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এগিয়ে রইলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন রবার্ট লেফানডফস্কি, মুসিয়ালা ও লেরয় সানে। অপর গোলটি আত্মঘাতী। ল্যাজিওর পক্ষে গোল করেন হোয়াকিন কোররেয়া।

ঘরের মাঠে বল দখলে বায়ার্ন মিউনিখের সঙ্গে লড়াই করে ল্যাজিও। গোটা ম্যাচে ৪৩ শতাংশ বল দখলে রাখে স্বাগতিকরা। বায়ার্নের দখলে ছিল ৫৭ শতাংশ।

ম্যাচের মাত্র নবম মিনিটেই জালের দেখা পায় সফরকারীরা। গোলকিপারকে দুর্বল ব্যাকপাস দেন মাতেও মুসাচ্চিও। দ্রুত বল নিয়ন্ত্রণে নিয়ে দলকে এগিয়ে দেন মিউনিখের পলিশ স্ট্রাইকার লেভানডফস্কি। এই গোলে চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছলেন তিনি। তার ৭২ গোলের বেশি আছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৩৪) ও লিওনেল মেসির (১১৯)।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসিয়ালা। লেয়ন গোরেটস্কার পাস ডি-বক্সের মাথায় পেয়ে নিচু শটে বাঁ দিকের পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির তিন মিনিট আগে স্কোরলাইন ৩-০ করেন লেরয় সানে।

নিজেদের মাঠে ল্যাজিও একমাত্র গোলটি করে ৪৯তম মিনিটে। একক নৈপুণ্যে এই গোলের নায়ক কোরেয়া। কিন্তু তার আগে ডিফেন্ডার ফ্রান্সেসকো আসেরবির ভুলে একটি গোল হজম করে ল্যাজিও।

১৭ই মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status