কলকাতা কথকতা
কলকাতা কথকতা
ভাইজানের জনসমাবেশে মানুষের ঢল, আব্বাস বললেন - টাকা করতে আসিনি
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০২-২৩
আব্বাস সিদ্দিকীকে দলীয় সমর্থকরা ভাইজান বলে ডেকে থাকেন। আর মঙ্গলবার বিকেলে ধর্মতলার ওয়াই চ্যানেলে ভাইজানের ডাকা সমাবেশে মানুষের এমন ঢল নামবে গোয়েন্দাদের কাছেও এই খবর ছিল না। তরুণ মুসলমানদের কার্যত মসিহায় পরিণত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। ধর্মতলার সমাবেশে তরুণদের উপস্থিতি ছিল দেখার মতো। শিয়ালদহ থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন আব্বাস স্বয়ং। জনসভায় আব্বাস বলেন, আমি ভোটে টাকা বানাতে আসিনি, সম্পদ বাড়াতে আসিনি, কোনও ভাইপোকে বাঁচানোর তাগিদও আমার নেই। কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকার যে ভাবে দারিদ্র মুসলিম, দলিত, আদিবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছে, আমার প্রতিবাদ তাই নিয়ে। বলাই বাহুল্য আব্বাস সিদ্দিকীর আক্রমণের লক্ষ্য ছিলেন ডায়মন্ডহারবার এর সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন সি বি আই এর এগারো সদস্যের একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে বেআইনি টাকার লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করেন অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দোপাধ্যায়কে। জেরার ঠিক আগে মুখ্যমন্রী মমতা বন্দোপাধ্যায় অভিষেকের বাড়িতে যান। মিনিটদশেক সময় তিনি অভিষেকের কালীঘাটের বাড়িতে ছিলেন।