স্টাফ রিপোর্টার
অনলাইন (১ সপ্তাহ আগে) ফেব্রুয়ারি ২৩, ২০২১, মঙ্গলবার, ৪:২৯ অপরাহ্ন
চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
মঙ্গলবার দুপুর থেকে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাহবাগ মোড় অবরোধের এ কর্মসূচি শুরু করে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধকারীরা বলছেন, আমরা এখানে এসেছি আমাদের সম্মান পুনরুদ্ধারের জন্য।জীবনের মায়া ত্যাগ করে যারা বাংলাদেশকে অর্জন করেছে, তাদের উত্তরসূরিরা আজ রোদে পুড়ছি। কারণ এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধুর দেয়া সম্মাননা।