স্টাফ রিপোর্টার
অনলাইন (১ সপ্তাহ আগে) ফেব্রুয়ারি ২৩, ২০২১, মঙ্গলবার, ৩:৪৯ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৭৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৯৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮২৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।।