বাংলারজমিন

ইজারাদারের ওপর হামলার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১০:২৯ পূর্বাহ্ন

ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তানভীর হাসানের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও অহত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার প্রায় সহস্রাধিক নারী - পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বুলবুল আহমেদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহাজুল ইসলাম, জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ আহত তানভীরের মা  আছিয়া বেগম, রাজাপুর বাজার কমিটির সাধারন সম্পাদক জিল্লুর রহমান টিটু, জেন্সি আক্তার, ব্যবসায়ী সাদ্দাম হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,  তানভীর হাসান এলাকার একজন নিরীহ ব্যবসায়ী ও বিভিন্ন জলমহালের ইজারাদারই নন তিনি এলাকায় একজন সমাজ সেবক হিসেবেও পরিচিত।
 গত ১৩ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর দক্ষিণ হাটি গ্রামের  এনামূল হক, ঈমামূল হক, মুখসেদুল ও জায়েদ নুরের নেতৃত্বে এলাকার  ১২-১৪ জন  চিহ্নিত সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী  তানভীরকে হত্যার উদ্দেশ্যে তাকে একা পেয়ে অতর্কিত  হামলা চালায়। আশংকাজনক অবস্থায় গত নয় দিন ধরে তিনি ঢাকার শ্যামলী এলাকার টমা নামক একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।  এ ব্যাপারে ধর্মপাশা থানায় একটি মামলা হওয়ার পর পুলিশ জিটু মিয়া ও আসন মিয়াকে গ্রেপ্তার করলেও মামলার বাকি ১০ জন আসামি এখনো এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। এমন কি তারা এখনো প্রত্যন্ত হাওরাঞ্চলে চুরি,  ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে রেড়াচ্ছে।  কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। তাই এ ঘটনায়  জড়িত আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান তারা।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তানভীরের উপর সন্ত্রাসী হামলা ও আহত করার  ঘটনায় থানায় দায়েরকৃত মামলার পর পরই দুইজন আসামিকে  গ্রেপ্তার করা হয়েছে। এবং বাকি আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।  তবে আসামিরা এলাকা ছেড়ে গাঢাকা দেয়ায় তাদেরকে গ্রেপ্তার করতে বিলম্ব হচ্ছে।
উল্লেখ্য,  উপজেলার রাজাপুর দক্ষিণ হাটি গ্রামের আবুল বাশারের ছেলে ইজারাদার তানভীর হাসানদের সাথে একই গ্রামের আয়াত নূরের ছেলে এনামূল হকদের দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে ইজারাদার তানভীর হাসান তার মোটরসাইকেল যোগে রাজাপুর বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার মোটরসাইকেলটি রাজাপুর হোসাইনিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তায় যাওয়া মাত্রই প্রতিপক্ষের এনামূল হক, ঈমামুল হক ও মুখসেদুল হকের নেতৃত্বে ১২-১৪ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ওই রাস্তার দুই পাশে আগে থেকেই ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে পথরোধ করে তাকে মাটিতে ফেলে তার পা থেকে মাথা পর্যন্ত এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে দেখে সন্ত্রাসীরা তাকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে-সঙ্গে তানভীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আশংকাজনক দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তিনি ঢাকার একটি  প্রাইভেট হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status