কলকাতা কথকতা

কলকাতা কথকতা

পশ্চিমবঙ্গ এবার ফুল বদলাবেই, বললেন মোদি

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ১০:২৩ অপরাহ্ন

পশ্চিমবঙ্গ এবার পুজোর ফুল বদলাবে ৷ জোড়াফুলের বদলে বেছে নেবে পদ্ম৷ হুগলি জেলার সাহাগঞ্জে ডানলপ রাবার ফ্যাক্টরির ময়দানে একটি জনসভায় এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, মানুষ তৃণমূলের কাটমানি রাজনীতিতে তিতিবিরক্ত৷ তৃণমূল নেতারা পকেট ভরিয়েছেন সাধারণ মানুষকে বঞ্চিত করে৷ মানুষ এদের জারিজুরি বুঝে ফেলেছে ৷ তাই তারা বিজেপিকে ক্ষমতায় আনবে৷ মোদি এদিন ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণেশ্বর - নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করেন৷ এছাড়াও বেশ কিছু রেল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ এদিনের জনসভায় মোদি বলেন, নির্বাচন কমিশন মার্চের গোড়ায় ঘোষণা করবে ভোটের দিনক্ষণ৷ মোদির ইঙ্গিত সাত মার্চের দিকে৷ সেদিন ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status