খেলা

মোহামেডানের ভোটার তালিকায় সাকিব

স্পোর্টস রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:১০ অপরাহ্ন

অবসর না নিয়েই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে ভোটার হয়েছেন সাকিব আল হাসান। তার সঙ্গে ভোটার তালিকায় রয়েছে ক্যাসিনো কেলেঙ্কারির নায়ক একেএম মুমিনুল হক সাঈদ, প্রতারণা মামলার আসামি শফিউল্লাহ আল মুনীরের নামও। মোহামেডান ক্লাবের ভোটার হয়েছেন নাজমুল হাসান পাপনও।  ২১৩ জন সদস্য দিয়ে লিমিডেট কোম্পানিতে যাত্রা শুরু করা মোহামেডানের খসড়া তালিকায় নতুন মুখ আরো ১২৯ জন। নতুনরা ৬ই মার্চের নির্বাচনে ভোটাধিকার পেলেও পরিচালক হতে পারবেন না। এদের সহ ৩৪২ জনের নাম উঠেছে ভোটার তালিকায়। সন্ধ্যা পর্যন্ত  প্রাথমিক ভোটার তালিকায় কোনো আপত্তি না পড়ায় এটিই চূড়ান্ত হিসেবে প্রকাশিত হয়। ক্রিকেটার সাকিব আল হাসানের নাম খসড়া ভোটার তালিকার ৩১০ নম্বরে রয়েছে। যদিও গতকাল রাতেই মা’কে নিয়ে আমেরিকা গেছেন সাকিব। মার্চের শেষ সপ্তাহে সাকিবের স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সাকিবের মোহামেডানের সদস্য পদ নেয়ার ব্যাপারে ক্রীড়াঙ্গনে সমালোচনা চলছে। একজন নিয়মিত খেলোয়াড়ের সদস্য হওয়ার ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপনের নামও স্থান পেয়েছে ভোটার তালিকায়। পাপন ছাড়াও আবাহনীর আরেক কর্মকর্তা ডা. ইসমাইল হায়দার মল্লিকও রয়েছেন। তিনি ক্রিকেট বোর্ডেরও পরিচালক। এ ব্যাপারে মল্লিক বলেন, ‘আমরা আবাহনীর সঙ্গে সংযুক্ত আছি এবং সামনেও থাকবো। পাশাপাশি চাই দেশের ক্রীড়াঙ্গনের সব সংস্থাই যেন ভালো করে চলে। মাঝে মোহামেডানের অস্থির সময় চলছিল। তখন মোহামেডানকে আমরা সহযোগিতা করেছি। তাই আমাদের অজান্তেই মোহামেডান আমাদের সদস্য পদ দিয়েছে।’
ক্যাসিনো কাণ্ডে পলাতক আরামবাগ ক্লাবের সভাপতি মমিনুল হক সাঈদ ও প্রতারণা মামলার আসামি শফিউল্লাহ আল মুনীরও মোহামেডানের স্থায়ী সদস্য হয়েছেন। ২০১১ সালে মোহামেডান লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। দু’বছর মেয়াদি পরিচালনা পর্ষদ ২০১৩ সালে মেয়াদোত্তীর্ণ হয়। তারপর থেকে আর নির্বাচন হয়নি। ৬ই মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৪ঠা মার্চ। ২৪শে ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি হবে। ১-৩রা মার্চ মনোনয়নপত্র দাখিল এবং প্রত্যাহারের সময় ধার্য হয়েছে। একজন সভাপতি ও ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে। ৫০ হাজার টাকা দিয়ে সভাপতি পদে এবং ১০ হাজার টাকা দিয়ে পরিচালক পদে মনোনয়নপত্র কেনা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status