বাংলারজমিন

সেনবাগে মানববন্ধন ও সমাবেশ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

২০২১-০২-২৩

নোয়াখালীর চাপরাশিরহাটে গুলিতে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে পৌরশহরের থানা মোড়ে সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাক প্রতিনিধি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি এমএ আউয়ালের পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি সমাবেশে রূপ নেয়। এতে গণমাধ্যমকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেছেন। এ সময় বক্তব্য রাখেন সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আমান উল্যা, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজী মনিরুল ইসলাম, চট্টগ্রামসহ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ফিরোজ আলম চৌধুরী রিপন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা মাসুদ, সাংবাদিক সাখাওয়াত উল্যা (আমার দেশ), সাংবাদিক জাহাঙ্গীর আলম (এশিয়ান টিভি), সাংবাদিক সহিদুল ইসলাম (এসএটিভি), সাংবাদিক মো. হারুন (সিএনএন বাংলা টিভি) সাংবাদিক নুর হোসাইন সুমন (যায়যায়দিন), সাংবাদিক ফিরোজ আলম রিগান (সমকাল) সাংবাদিক আমির হোসেন লিটন (আমাদের সময়), ফখরুদ্দিন মোবারক শাহ রিপন (খোলা কাগজ), সাংবাদিক মনোয়ার হোসেন (গণবার্তা) প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status