বাংলারজমিন

মা ও শিশু কল্যাণকেন্দ্র ডাক্তারশূন্য, গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

উত্তরাঞ্চল প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:৫৮ অপরাহ্ন

 ১০ই মার্চের মধ্যে গাইবান্ধা মা ও শিশু কল্যাণকেন্দ্রে  (মাতৃসদন) ডাক্তার নিয়োগ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সিপিবি। গতকাল পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পর এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। গত রোববার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন ও তপন কুমার বর্মণ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রায় ৬ মাস আগে আন্দোলনের মুখে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক ডাক্তারকে অন্যত্র বদলি করা হলেও শূন্যপদে এখনো ডাক্তার নিয়োগ করা হয়নি। ফলে সেখানে রোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তারা জরুরিভিত্তিতে ডাক্তার নিয়োগ দিয়ে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, আগামী ১০ই মার্চের মধ্যে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) ডাক্তার নিয়োগ করা না হলে ১১ই মার্চ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিপিবি জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status