বাংলারজমিন

কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। রোববার রাতে ও সোমবার সকালে মাইকিং করে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সোমবার বিকাল ৩টায় ওই সমাবেশ হওয়ার কথা ছিল। এদিকে নিষেধাজ্ঞা জারির পরপরই রোববার রাত ১১টার পর থেকে বিভিন্ন পয়েন্টে ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার ৩টায় বসুরহাট বাজারের রূপালী চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ আহ্বান করেন। পরে একই স্থানে সোমবার ৩টায় মেয়র আবদুল কাদের মির্জা সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে শোকসভা ও মিলাদ মাহফিলের ঘোষণা করেন। শুক্রবার বিকালে আওয়ামী লীগের উপজেলার চাপরাশিরহাট বাজারে দুই গ্রুপের গোলাগুলিতে বাংলাদেশ সমাচার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ব্যাপারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ফেনীর তথাকথিত এমপি নিজাম হাজারী ফুলগাজী উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান একরামকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে গাড়িতে ঢুকিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে ফেলে, ঠিক সেভাবে মাদক সম্রাট সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল মুজাক্কিরকে চাপরাশিরহাট বাজারে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। র‌্যাব, ডিবি পুলিশ উপজেলা আ’লীগের অফিস অবরুদ্ধ করে রাখে, দলের কোনো নেতাকর্মীকে আওয়ামী লীগের অফিস কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status