বাংলারজমিন
চলনবিলে জোর করে কৃষকের ফসল কেটে নেয়ার অভিযোগ
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২০২১-০২-২৩
সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত সলঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হামিদ নামে এক প্রান্তিক কৃষকের বন্ধকী জমি থেকে জোরপূর্বক সরিষা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ওই ভুক্তভোগী কৃষক সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের প্রান্তিক কৃষক আব্দুর হামিদ এক খণ্ড জমি বন্ধক রেখে চলতি রবি মৌসুমে সরিষার আবাদ করেন। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে গত ১৭ই ফেব্রুয়ারি একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দবির উদ্দিন, মৃত দুহা সরকারের ছেলে সিদ্দিকুর রহমান, মৃত আবুলের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত বসির উদ্দিনের ছেলে আব্দুল তালুকদার এবং মৃত আব্দুস সবুরের ছেলে শহিদুল ইসলামসহ ৭-৮ জনের ভাড়াটিয়া ঐক্যবদ্ধ দল ওই আবাদকৃত সরিষার জমি থেকে অন্যায়ভাবে জোরপূর্বক সরিষা তুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে ঐ সংঘবদ্ধ দলের লোকজন কৃষক হামিদকে বেধড়ক মারপিট করে মারাত্মকভাবে আহত করেন। পরে গ্রাম্য সালিশে দবির উদ্দিন গং দোষী সাব্যস্ত হলে সালিশকারকগণ তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে কৃষক হামিদকে রাস্তায় আটকিয়ে ভয়ভীতি, গুম ও হত্যার হুমকি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন দবির উদ্দিন গং। এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সলঙ্গা থানার এস আই সোহাগ বলেন, অভিযোগটি তদন্তাধীন।