খেলা

তিনদিনের মাথায় পদত্যাগ করলেন চামিন্দা ভাস

স্পোর্টসস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ৮:২৬ অপরাহ্ন

ডেভিড সাকেরের পদত্যাগের পর চামিন্দা ভাসকে দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে দায়িত্ব প্রাপ্তির তিনদিনের মাথায় তিনিও ছাড়লেন পদ। সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে এসএলসি।

সোমবার (২২শে ফেব্রুয়ারি) রাতে এসএলসি জানায়, ‘শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও সদ্য নিয়োগ প্রাপ্ত বোলিং কোচ চামিন্দা ভাস পদত্যাগ করেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে দলের সঙ্গে পাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট।’
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা। কয়েকদিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে যাবে লঙ্কানরা। তবে এর আগেই ১৮ই ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের দায়িত্ব ছাড়েন বোলিং কোচ ডেভিড সাকের। এক দিনের ব্যবধানে চামিন্দা ভাসকে নিয়োগ দেয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এর আগেও শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন চামিন্দা ভাস। ২০১৩ ও ২০১৫ সালে পূর্ণকালীন এবং ২০১৭ সালে দলের ভারপ্রাপ্ত বোলিং কোচ ছিলেন তিনি। দেশের বাইরেও কোচ হিসেবে কাজ করেছেন আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে।

আগামীকাল (২৩শে ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিমানে চড়বে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা।
শ্রীলঙ্কার উইন্ডিজ সফরটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও এক মাস পিছিয়ে মার্চে নেয়া হয়। প্রধান কোচ মিকি আর্থার ও ওপেনিং ব্যাটসম্যান লাহিরু থিরামান্নে করোনায় আক্রান্ত হওয়ায় পেছানো হয় সফর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status