অনলাইন

‘দেয়ালে পিঠ ঠেকে গেছে, সংকট উত্তরণে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে’

স্টাফ রিপোর্টার

২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ১১:৪৫ পূর্বাহ্ন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে পুরো জাতির। বর্তমান সংকট শুধু বিএনপির একার নয়। এটি সমগ্র জাতির সংকট। এখন বিএনপির কাজ হচ্ছে এ সংকট থেকে উত্তরণে জাতিকে নেতৃত্ব দেয়া। এ দায়িত্ব বিএনপিকেই নিতে হবে? তাছাড়া আর কে নেবে? রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয় সন্ত্রাস যখন চলে আসছে তখন এটাকে যেকোনভাবে প্রতিহত করতে হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানবজমিনের সঙ্গে আলাপকালে সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন। সরকারের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা নেই বলে সাফ জানান তিনি। বলেন, বিএনপি কখনো আপসের রাজনীতি করেনি আর ভবিষ্যতেও করবে না। একটি বিষয় হচ্ছে, প্রতিপক্ষ যখন রাষ্ট্রীয় সন্ত্রাসে পরিণত হয় বিএনপি তো তাদের সঙ্গে যুদ্ধ করতে পারে না। কারণ বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status