বাংলারজমিন

বাউফলে শহীদ মিনারে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ৮:২২ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় পটুয়াখালীর বাউফলে শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বাউফল পাবলিক মাঠে শহীদ মিনারে শহীদদের স্মরণে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষে  উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একে একে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান পলাশ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে মাইকে উপজেলা আওয়ামী লীগের নাম ঘোষণা করা হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীরা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত নেতাকর্মীরা এক সঙ্গে ফুল দিতে শহীদ মিনারে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হাতাহাতির ঘটনায় আওয়ামী লীগের এক পক্ষ অপর পক্ষকে দায়ী করে ওই রাতেই বিক্ষোভ মিছিল বের করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status