জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
কলকাতা কথকতা (১ মাস আগে) ফেব্রুয়ারি ২১, ২০২১, রোববার, ৯:৪০ পূর্বাহ্ন | সর্বশেষ আপডেট: ৩:১৪ অপরাহ্ন
২০১১ সালের ভোটে স্লোগান ছিল, বদলা নয় বদল চাই। ২০১৬ তে ছিল, চুপচাপ ফুলে ছাপ। আর ২০২১-এ তৃণমূল কংগ্রেসের ভোটের স্লোগান হল -বাংলা নিজের মেয়েকেই চায়। তৃণমূল ভবন থেকে এক অনুষ্ঠানে এই স্লোগান রিলিজ করা হয়। বিজেপির বহিরাগত তকমাকে কটাক্ষ করেই এই স্লোগান তৈরি করা হয়েছে বলে অনুমান। পশ্চিম বাংলায় হোর্ডিং এর মাধ্যমে এই স্লোগান ছড়িয়ে দেওয়া হবে। খবরের কাগজ, টিভি ও সোশ্যাল মিডিয়ায় এই স্লোগানই হবে তৃণমূলের প্রচার। বিজেপি বহিরাগত দল এই ধারণাকে উস্কে দিতে এবং বাঙালি অস্মিতাকে খুঁচিয়ে তুলতেই এই স্লোগান করা হয়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান।
বিজেপি অবশ্য এই স্লোগান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তারা বলেছে, তাহলে এতদিন পর্যন্ত কি উনি পরের মেয়ে ছিলেন? বিজেপি যাই বলুক, এবারের বিধানসভা ভোটের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল দলটার থেকেও বড় ইমেজ তা আর একবার প্রতিষ্ঠিত হল।