বিনোদন

আলাপন

প্রতিটি মামলার তারিখে নির্ঘুম থাকি -আসিফ আকবর

ফয়সাল রাব্বিকীন

১৯ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১০:০৬ পূর্বাহ্ন

সম্প্রতি কণ্ঠশিল্পী ন্যান্সির করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আরেক সংগীত তারকা আসিফ আকবর। ময়মনসিংহ গিয়ে আদালতে হাজির হয়ে এই জামিন লাভ করেন তিনি। এ বিষয়ে আসিফ বলেন, আমি আইনের মাধ্যমেই মামলার মোকাবেলা করেছি। মাননীয় আদালত আমাকে স্থায়ী জামিন দিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ মানসিকভাবে আমাকে শক্তি যোগানোর জন্য। আসিফ যোগ করে আরো বলেন, মামলা-হামলা কখনই আমি পছন্দ করি না। তবে ইচ্ছা না থাকলেও এবার আইনের দ্বারস্থ হবো। সেই প্রক্রিয়া চলছে। আমার ভক্ত শ্রোতাদের দোয়াই আমার শক্তি। মামলাটিকে কিভাবে দেখছেন? আসিফ বলেন, এটা ভিত্তিহীন মামলা। তবে আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্যের জয় শেষ পর্যন্ত হবেই। তবে অপমান ক্রোধ গিলে খেয়ে সাধারন নাগরিক হিসেবে আইনের অধীন আমাকে থাকতে হবে। আসামী হিসেবে এসব আইনে গায়ক আসিফের অবস্থানের দুই টাকার মূল্যও নেই। সত্যি বলতে প্রতিটি মামলার তারিখে নির্ঘুম থাকি আমি। নিজেকে সত্য প্রমান করার জন্য এখনও নাক কান কাটতে হয়নি। এ মাসে কোন রেকর্ডিং করতেও পারছি না। কারন আদালতে তারিখের পর তারিখ চলছে। এদিকে নতুন বছরে ইতিমধ্যে আসিফের বেশ কিছু গান প্রকাশ হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের গীতিকবিতায় আসিফ-দিঠির দ্বৈত গান ‘বলোনা বলোনা’। সিডি চয়েস থেকে প্রকাশ হয়েছে আসিফ-নাবিলার গানের ভিডিও ‘প্রেমজল’। ধ্রুব মিউজিক গ্যালারি থেকে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘পাষানী’। সামনের পরিকল্পনা কি? উত্তরে আসিফ আকবর বলেন, আমি শ্রোতাদের শিল্পী। বিরতিহীন গান করে যাবো। তবে বাণীনির্ভর ভালো মানের গানের দিকেই এখন আমার মনোযোগ বেশি। সেরকম কিছু গানই করছি, যেগুলো টিকে থাকবে বহুদিন। মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? আসিফ বলেন, করোনার কারণে সব কিছুর অবস্থাই খারাপ ছিলো। তবে অবস্থার উন্নতি হচ্ছে। ধীরে ধীরে স্টেজ শো শুরু হচ্ছে। নতুন গানও হচ্ছে বেশ। আমি আশাবাদী অবস্থা ভালোর দিকে যাবে সামনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status