বিনোদন

প্লাস্টিক সার্জারির পর দুই সিনেমা থেকে বাদ পড়েন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:৫২ পূর্বাহ্ন

বলিউড তারকা হয়ে ওঠার আগে পেরোতে হয়েছে অনেক বাঁধা। ২০০২ সালে তামিল সিনেমায় অভিষেক। সেখান থেকে আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। কিন্তু বারবার নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিয়াংকা চোপড়া জোনাসকে। সদ্য প্রকাশিত হওয়া আত্মজীবনী আনফিনিশড-এ উঠে এল সেই সব কথা। সেই সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিক সার্জারির জন্য ক্যারিয়ারের শুরুর দিকে দুই সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পলিপেকটমি সার্জারির জন্য প্রিয়াংকার নাকের আকারে পরিবর্তন এসেছিল। কিন্তু তা নিয়ে একাধিক গুজব রটে যায়। তার মুখের আদল বদলে গিয়েছে বলে চারদিকে খবর ছড়াতে থাকে। আর এর জেরেই দু'টি সিনেমা থেকে বাদ পড়তে হয় প্রিয়াংকাকে। নিজের জীবনের টানাপোড়েন খোদাই করা এই বইতে ডেবিউ সিনেমা নিয়েও নানা কথা বলেছেন তিনি। প্রথম তাকে 'হামরাজ' সিনেমায় কাস্ট করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি কারণে সেই ছবি করা হয়ে ওঠেনি। শেষমেশ সেই বছরই অর্থাৎ ২০০২ সালে তামিল সিনেমা 'থামিজান'-এর মধ্য দিয়ে সিনেমা জগতে ডেবিউ করেন তিনি। এর পর ২০০৩ সালে বলিউডে যাত্রা শুরু হয় প্রিয়াংকার। 'দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই'র চরিত্রে দ্বিতীয় নায়িকার চরিত্রে দেখা যায়। তবে প্রথম সিনেমা হিসেবে তামিল ছবি 'থামিজান' নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যায় তাকে। ৩৮ বছর বয়সী প্রিয়াংকার কথায়, তামিল সিনেমা দিয়ে ডেবিউ করলেও, বেশ স্বস্তি ছিল। কারণ থামিজানের সেটে তিনি আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। এই সিনেমার সেটে তার প্লাস্টিক সার্জারি নিয়ে তেমন কোনও কথা হয়নি। তার মুখে যে কোনও পরিবর্তন এসেছে, তা নিয়েও কেউ সে ভাবে কথা বলেনি। পুরো টিম বড্ড সাপোর্টিভ ছিল। সহ-অভিনেতা বিজয়েরও প্রশংসা করেছেন তিনি। তার কথায়, বিজয় একজন গিফ্টেড অ্যাক্টর। ফ্যানেদের সঙ্গে তিনি যে ভাবে মেশেন, তার যে স্টারডম তা কখনও ভুলবেন না প্রিয়াংকা। বলি-অভিনেত্রীর কথায়, শুটিং শেষ হয়ে যাওয়ার পরও ঘন্টার পর  ঘন্টা ফ্যানদের অটোগ্রাফ দিতেন বিজয়। সেখান থেকে বেশ অনুপ্রাণিত হয়েছিলেন প্রিয়াংকা। এমনকি কোয়ানটিকোর শুটিংয়ের সময় লাঞ্চের ফাঁকে ফ্যানেদের সঙ্গে অনেকটা সময় কাটাতেন প্রিয়াংকা। বইতে একটি জায়গায় নায়িকা জানিয়েছেন, সিনে ইন্ডাস্ট্রির এক পরিচালক না কি তাকে ব্রেস্ট, হিপ ও জ সার্জারির কথা বলেছিলেন। এই কথা শোনার পর খানিকটা অবসাদে চলে গিয়েছিলেন তিনি। মানসিক ভাবে বেশ সমস্যা হয়েছিল। তবে পরের দিকে তা কাটিয়ে ওঠেন। ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে প্রিয়াংকার আত্মজীবনী আনফিনিশড। বইতে নিজের ছোটবেলা থেকে শুরু করে, সিনে-জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। নিজের বিয়ে, ক্যানসারে আক্রান্ত বাবাকে হারানো, বলিউড থেকে হলিউডের দিকে এগোনোর যাত্রা থেকে শুরু করে নানা বিষয়ে বিশদে আলোচনা করেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status