ভারত

কৃষক বিদ্রোহ নিয়ে বিদেশিদের মন্তব্য করার অধিকার নেই- টুইট লতা, সচিন, সৌরভের

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:৪৫ পূর্বাহ্ন

ভারতে কৃষকদের ওপর দমননীতি প্রয়োগ করা হচ্ছে। বিদেশিদের এ ব্যাপারে টুইট এবং মন্তব্য করার বিষয়ে সরব হলেন লতা মঙ্গেশকর, সচিন টেন্ডুলকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়।  তিনজনই লিখেছেন -কৃষক আন্দোলন ভারতের অভন্ত্যরীন ব্যাপার। এ বিষয়ে বিদেশিদের মন্তব্য করার অধিকার থাকতে পারে না। সম্প্রতি আন্তর্জাতিক পপস্টার রিহানা এবং বিশ্বে জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলের মুখ গ্রেটা থুনবার্গ তাদের টুইটার হ্যান্ডেল এ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন।  জনমত গড়ে তুলছেন। বিদেশে এই নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। তিন তারকা লিখেছেন, ভারত নিজেরাই সক্ষম এই আন্দোলন মিটিয়ে নিতে। বহির্বিশ্বের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই। উল্লেখ্য, ভারতের কৃষক আন্দোলন ইদানিং বিদেশের কাগজেরও হেডলাইন হচ্ছে। কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইত যে সম্প্রতি বলেছেন, আন্দোলন অক্টোবর পর্যন্ত গড়াবে তা বিদেশি সংবাদপত্রে প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। কোনো কোনো বিদেশি সংবাদ মাধ্যম কৃষক বিদ্রোহকে খালিস্থানী আন্দোলনের সঙ্গে তুলনা করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status