অনলাইন

মানবতার প্রয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি: তাপস

স্টাফ রিপোর্টার

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৭:৩৩ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মানবতার প্রয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় এই সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিক  সহযোগিতা ও অনুুুপ্রেরণা সাথে নিয়েই মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয় রেড ক্রিসেন্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্থাটির ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান তাপস বলেন, মানব সেবার ব্রত নিয়ে মানবতার প্রয়োজনে মানবতার তরে অসহায় শীতার্ত মানুষের পাশে থাকবে রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিট।
মেয়র বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থাকছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহবান জানাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি আমাদের যে লক্ষ্য দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা সবসময় তৃণমূলের মানুষের পাশে আছি। শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণই তার প্রমাণ। আমরা ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৩০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করব। প্রকৃত শীতার্ত মানুষ যাতে উপকার পায়, সে জন্যই আমরা কাউন্সিলরদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খান, ডিএসসিসি’র প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুব, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status