বিশ্বজমিন

অপরাধের প্রমাণ সংগ্রহকারীর ভূমিকা আরো বিস্তৃত: গবেষণা

মানবজমিন ডেস্ক

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৫:৩১ অপরাহ্ন

অপরাধ সংগঠিত হওয়ার পর ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহকারীদের ভূমিকা নিয়ে বই ও জার্নাল সংগ্রহকারী ওয়েবসাইট সায়েন্স ডিরেক্টে একটি বিস্তৃত গবেষণা প্রকাশিত হয়েছে। এটি প্রমাণ সংগ্রহকারী বা সিএসআই (ক্রাইস সিন ইনভেস্টিগেটর) নিয়োগের ক্ষেত্রে আইনরক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্য করবে। গবেষণায় উঠে এসেছে, সিএসআই'র দায়িত্ব ও ভূমিকা নিয়ে ব্যাপক ভুল ধারণা রয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হয়, একজন সিএসআই'র কাজ হচ্ছে শুধু প্রমাণ সংগ্রহ করা এবং শুধুমাত্র তার ভিত্তিতেই পদক্ষেপ নেয়া। তবে প্রাপ্ত তথ্য বলছে, এই দায়িত্ব আরো অনেক বিস্তৃত। এরজন্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি ঘটনা সম্পর্কে গভীর চিন্তাভাবনা তথা ক্রিটিকাল থিংকিংয়ের ক্ষমতা থাকতে হবে। আইনরক্ষাকারী বাহিনীগুলো এ ক্ষেত্রে অজানা ঘটনাটি সম্পর্কে ধারণা তৈরি করার ক্ষমতার ওপরে জোর দিয়ে থাকে। একইসঙ্গে যুক্তি ও চিন্তার সমন্বয় ঘটিয়ে সমস্যার সমাধান করার ওপরে জোর দেয়া হয়। আশা করা হয়, একজন সিএসআই ভিক্টিমকে ঘটনার প্রভাব থেকে বের করে আনতে সাহায্য করবেন এবং তাকে বিভিন্ন পরামর্শ দেবেন। গবেষণায় সিএসআই কর্মকর্তাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান ছাড়াও আইন ও তদন্ত সম্পর্কিত জ্ঞানের ওপর জোর দেয়া হয়েছে। এছাড়া গবেষণায় একজন প্রমাণ সংগ্রহকারীর পাঁচটি প্রধান ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে, অপারেশন চলাকালীন সমর্থন, প্রশাসনিক সমর্থন, গোষ্ঠিগত সমর্থন, প্রতিষ্ঠানগত সমর্থন এবং তদন্ত সম্পর্কিত সমর্থন প্রদান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status