খেলা

৩৭৮ রানে অলআউট পাকিস্তান, রাবাদার ‘২০০’ উইকেট

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২:১৬ অপরাহ্ন

করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২২০ রানে। জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ফাওয়াদ আলমের সেঞ্চুরি এবং আজহার আলীর হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শেষ পর্যন্ত ১৫৮ রানের লিড নিয়ে ৩৭৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ম্যাচটিতে নিজের দুইশত তম টেস্ট উইকেটের দেখা পেলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।  
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৮ উইকেটে ৩০৮ রান। ১১ রান নিয়ে হাসান আলী এবং ৬ রান নিয়ে উইকেটে ছিলেন নোমান আলী। তৃতীয় দিনের শুরুতে হাসান আলী করেন ২১ রান। নোমান করেন ২৪ রান। ইয়াসির শাহ অপরাজিত ছিলেন ৩৭ বলে ৩৮ রানে। তৃতীয় দিনের শুরুতে ১২.২ ওভার ব্যাট করে আরো যোগ করেন ৭০ রান। এর মধ্যে সেঞ্চুরি করেন ফাওয়াদ আলম। ১০৯ রানে মাঠ ছাড়েন তিনি। এছাড়া ফাহিম আশরাফ ৫৪ ও  আজহার আলী ৫১ রান করেন।  শেষ অবধি ৩৭৮ রান করে অলআউট হয়েছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ। এছাড়া এনরিচ নর্টজে ও লুনগি এনগিডি ২টি করে উইকেট নেন।
পাকিস্তানের হাসান আলীকে বোল্ড করে অষ্টম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাবাদা। ৮১৫৪ বলে ২০০তম উইকেট পেয়েছেন প্রোটিয়া পেসার। বলের হিসেবে ২০০-তে তৃতীয় দ্রুততম রাবাদা। পাকিস্তানের ওয়াকার ইউনুস (৭৭৩০) ও রাবাদার সতীর্থ ডেল স্টেইনই (৭৮৪৮) শুধু এর চেয়ে কম বলে ২০০ উইকেট পেয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status