খেলা

৪৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জয় পেলো শেফিল্ড

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১:০৩ অপরাহ্ন

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো শেফিল্ড ইউনাইটেড। ৪৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জয় পেলো দলটি। বুুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় দলটি। ১৯৭৩ সালে শেষবারের মতো রেড ডেভিলসদের মাঠে জয় পায় ক্রিস উইল্ডারের শেফিল্ড।
ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচে কাম ব্যাক করে ম্যানইউ। কিন্তু শেষ  রক্ষা হয়নি। গোল খেয়ে বসে আবার।
ওল্ড ট্রাফোর্ডে ৭৬ শতাংশ বল দখল করা ম্যানইউ শুরু থেকেই আধিপত্য দেখায়। প্রথমার্ধে ডান দিক থেকে অ্যারন ওয়ান-বিসাকার পাসে মার্কাস র‌্যাশফোর্ডের নিচু শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। উল্টো ২৩তম মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। কর্ণার থেকে ইংলিশ ডিফেন্ডার কিন ব্রায়ানের হেডে লিড পায় শেফিল্ড। আট মিনিট পরই অঁতনির গোলে সমতায় ফেরে ম্যানইউ। কিন্তু এর আগে শেফিল্ড গোলরক্ষককে হ্যারি ম্যাগুয়ের ফাউল করেন। যার কারণে গোল পায়নি ম্যানইউ।
বিরতির পর ৬৪তম মিনিটে দলকে সমতায় ফেরান অধিনায়ক ম্যাগুয়ের। ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স তেলেসের কর্ণারে হেডে জাল খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার। ১০ মিনিটের ব্যবধানেই সমতায় ফেরে শেফিল্ড। ৭৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন অলিভার বার্ক।
এই ম্যাচ জিতে শীর্ষে ফেরার সুযোগ ছিল ম্যানইউ’র। ২০ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে উলে গুনার সুলশারের দল। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লীগের আরেক ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটি। ২০ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ৩৩ পয়েন্ট নিয়ে সাতে এভারটন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status