বাংলারজমিন

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

কাঁপছে উত্তরাঞ্চল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১২:১৩ অপরাহ্ন

শীত আর শৈত্য প্রবাহে উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নাকাল হয়ে পড়েছে প্রাণিকুলের অবস্থা। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে। ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা প্রায় শতভাগ। সঙ্গে বিরাজ করছে মৃদু শৈত্য প্রবাহ। এছাড়াও পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়,ঠাকুরগাঁও এর উপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ।
হিমেল হাওয়া ও কন কনে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছে। কাজে বের হতে পারছে না তারা । শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে শিশু এবং বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে। হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর হোসেন জানান, বৃহস্পতিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা  ৮ দশমিক ৩ ডিগ্রি  সেলসিয়ার। বাতাসের আদ্রতা প্রায় শতভাগ। বইছে মৃদু শৈত্য প্রবাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status