স্টাফ রিপোর্টার
অনলাইন (১ মাস আগে) জানুয়ারি ২৮, ২০২১, বৃহস্পতিবার, ১২:১২ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ১২:২০ অপরাহ্ন
৩৮তম বিসিএস’র গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৪ই ফেব্রুয়ারির মধ্যে পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে ও নিয়োগপত্র বাতিল বল গণ্য হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত বছরের ৩০শে জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরপর ৭ মাসের মাথায় এসে বিভিন্ন ক্যাডারে চূড়ান্ত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।