বিশ্বজমিন

ক্যাপিটলের দুই পুলিশের আত্মহত্যা

মানবজমিন ডেস্ক

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

ফাইল ফটো

ক্যাপিটল হিলে নারকীয় তাণ্ডবের পর আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের দু’জন পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে এ বিষয়টি অবহিত করেন ভারপ্রাপ্ত মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট জে. কোনটি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, ওই দুই পুলিশ কর্মকর্তা ক্যাপিটল হিলের দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। হামলার পর পুলিশ বাহিনী থেকে এটাই প্রথম স্বীকারোক্তি যে, দু’জন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বিবৃতিতে রবার্ট জে. কোনটি বলেছেন, মর্মান্তিক বিষয় হলো, ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে অবস্থান করছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে একজন ক্যাপিটল পুলিশের সদস্য। অন্যজন এমপিডি’র। ক্যাপিটলে লড়াইয়ের পর তারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। মঙ্গলবার রবার্ট জে. কোনটির বিবৃতি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয়, দায়িত্বে থাকা পুলিশ সদস্য ব্রায়ান ডি. সিকনিক ওই দাঙ্গার সময় আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status