খেলা

অভিষেক ম্যাচে ড্র’য়ের স্বাদ পেলেন টুখেল

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্যর্থতার দায় নিয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের বিদায় হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে। দিন দুয়েকের ব্যবধানে ইংলিশ কোচের বিকল্প হিসেবে টমাস টুখেলের অভিষেক হলো ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে। নিজের প্রথম ম্যাচে ড্রয়ের স্বাদ পেলেন সাবেক এই পিএসজি কোচ। ফের উলভারহ্যাম্পটনের কাছে পয়েন্ট হারালো লা ব্লুজরা। গত মাসে চলতি মৌসুমের প্রথম দেখায় দলটির কাছে ২-১ গোলে হারে  চেলসি।
ঘরের মাঠে ৭৯ শতাংশ বল দখলে রেখেও যুতসই সুযোগ তৈরি করতে পারছিলো না চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ৫টি অন টার্গেট শটসহ উলভসের জালে মোট ১৯টি শট নেয় চেলসি। তবে কোনোটিই খুঁজে পায়নি সফরকারীদের জাল।
প্রথমার্ধে অ্যান্তোনিও রুডিগারের হেড সহজেই ফেরান রুই উলভারহ্যাম্পটন গোলরক্ষক পাত্রিসিও। ৬১তম মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ নষ্ট করেন চেলসির ডিফেন্ডার বেন চিলওয়েল। ডি-বক্সে কাই হার্ভাটজের পাসে বল পেয়ে গোলবারের উপর দিয়ে মারেন এই ইংলিশ। নয় মিনিট পর পাল্টা আক্রমণ করে উলভারহ্যাম্পটন। দানিয়েল পোদেন্সের পাগে গোল করতে ব্যর্থ হন পেদ্রো নেতো। শেষ দিকে ক্যালাম হাডসন-ওয়োইয়ের জোরালো শট ফিরিয়ে দেন উলভারহ্যাম্পটন গোলরক্ষক।
আসরে এই নিয়ে শেষ নয় ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারালো চেলসি। ২০ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে প্রতিয়োগিতায় অষ্টম স্থানে আছে নীল জার্সিধারীরা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উলভারহ্যাম্পটন। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status