খেলা

বাংলাদেশ গেমসে ঢাকার বাইরে সাত ভেন্যু

স্পোর্টস রিপোর্টার

২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৮:৪১ অপরাহ্ন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অনেক ফেডারেশন। ঢাকার বাইরে কয়েকটি ডিসিপ্লিনের ভেন্যু নিশ্চিত হয়েছে এরইমধ্যে। ভলিবল নড়াইলে, ভারত্তোলন ময়মনসিংহে, টেনিস রাজশাহী, রাগবি রংপুর, কারাতে বান্দরবান, পুরুষ ক্রিকেট সিলেট, মহিলা ক্রিকেট কক্সবাজারে আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু নড়াইল জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভলিবল ডিসিপ্লিন নড়াইলে হওয়ায় খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ গেমস ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। ফেডারেশনগুলো আমাদের অনেক সহায়তা করছে। ঢাকার বাইরে অনেক ভেন্যু হচ্ছে। ’
আরচারি ফেডারেশন টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বঙ্গবন্ধু গেমস আয়োজনের পরিকল্পনা করলেও ভলিবল, ভারত্তোলনের মতো তারাও এখন ঢাকার বাইরে করার কথা ভাবছে। আরচারি ফেডারেশন সূত্রে জানা গেছে, টঙ্গীর পরিবর্তে আরচারি এখন কুয়াকাটায় হতে পারে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুতই এটি চূড়ান্ত করবে। আগামী এপ্রিলে শুরু হবে বাংলাদেশ গেমস। ‘বাংলাদেশের অলিম্পিক’ খ্যাত দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমসের যাত্রা শুরু ১৯৭৮-এ। সর্বশেষ আসর হয়েছিল ২০১৩ সালে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status